সাংবাদিকদের ব্যাংক হিসেব তলব, ‘দুর্নীতিবাজ আমলাচক্রের অশুভ তৎপরতার অংশ’ - দৈনিকশিক্ষা

চিঠি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেসাংবাদিকদের ব্যাংক হিসেব তলব, ‘দুর্নীতিবাজ আমলাচক্রের অশুভ তৎপরতার অংশ’

নিজস্ব প্রতিবেদক |

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিভিন্ন ব্যাংকে চিঠি দেয়ার প্রতিবাদে আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে সাংবাদিক সংগঠনগুলো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবে। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তল্লাশির নামে পেশার মর্যাদাহানির’ প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মসিউর রহমান খান সমাবেশ পরিচালনা করেন।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ব্যাংক হিসাবের চিঠি দিয়ে দুর্নীতিবাজ আমলা চক্র অশুভ তৎপরতা চালাচ্ছে। এই চিঠি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই চিঠি দিয়ে সাংবাদিক সমাজের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে। যারা এই চিঠি তৈরি করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।


নেতারা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দুর্নীতিবাজ আমলাচক্র সাংবাদিকদের বিরুদ্ধে অশুভ তৎপরতা চালাচ্ছে। সংবাদ মাধ্যমকে প্রতিপক্ষ করে যারা সরকার পরিচালনা করতে চায় তারা ভুল করছে। সরকারের এই পদক্ষেপ সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে পড়লে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ থাকে না। সাংবাদিকদের নেতৃত্বকে দুর্বল করার যে চেষ্টা করা হচ্ছে তা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এতে সাংবাদিক নেতৃত্ব তথা সংগঠন ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তারা বলেন, নেতাদের ব্যাংক হিসাব তলবের চিঠি প্রত্যাহার না করা পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে। আমাদের দাবি না মানা হলে আন্দোলন আরো জোরদার করা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) অপর অংশের সভাপতি এম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল আমিন রোকন, অপর অংশের সভাপতি কাদের গনি চৌধুরী, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ফিন্যান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক রিয়াজউদ্দিন আহম্মেদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সভাপতি শারমীন রিনভী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাবেক সভাপতি আবুল খায়েরসহ সাংবাদিক নেতারা এ সময় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোর শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দেয়।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.003108024597168