সাকিব স্কুল-কলেজ, হাসপাতাল ও ক্রিকেট একাডেমি করবেন - দৈনিকশিক্ষা

সাকিব স্কুল-কলেজ, হাসপাতাল ও ক্রিকেট একাডেমি করবেন

নিজস্ব প্রতিবেদক |

‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে হাসপাতাল, স্কুল-কলেজ ও ক্রিকেট একাডেমি করার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক লাইভে এক ভক্ত জানতে চেয়েছিলেন, সাধারণ মানুষের জন্য ফাউন্ডেশনের হাসপাতাল করার ইচ্ছা আছে কিনা? উত্তরে সাকিব বলেছেন, ‘ইনশাআল্লাহ। এ রকম কিছু যদি করতে পারি, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। হাসপাতাল, স্কুল, কলেজ— এ ধরনের সেবা যদি দিতে পারি... আমি ক্রিকেটের মানুষ, যদি একটি একাডেমি করতে পারি এ ফাউন্ডেশনের থেকে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না।’

বড় আয়োজন করে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু করোনা ভাইরাসের কারণে দ্রুততম সময়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু করতে হয়েছে বলে জানালেন এই তারকা, ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন শুরুতে ক্রীড়াবিষয়ক চিন্তা নিয়ে চালু করার ইচ্ছা ছিল। পরবর্তীতে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। আমি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটির যাত্রা আরও কিছুদিন পর শুরু করতে চেয়েছিলাম। কিন্তু মহামারির সময়ে এমন পরস্থিতিতে সবকিছু পরিবর্তন হয়ে যায়। সেজন্য চিন্তা এলো, এখনই সময় দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের যাত্রার।’

সঙ্গে যোগ করেছেন, ‘সাধারণ মানুষ এবং স্বাস্থ্য খাতে যদি কোনও সাহায্য করা যায়, সবাই সবার জায়গা থেকে নিশ্চিত সাহায্য করছে এ রকম বিপদের সময়। এখন সব দেশেই বিপদ। মূলত সেখান থেকেই ফাউন্ডেশন চালুর ইচ্ছা জাগে। আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন, তাহলে এ রকম কিছু করতে পারব অবশ্যই। ’

প্রসঙ্গত, করোনার সময় মানুষের পাশে থাকতে ‘মিশন সেইভ বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ হয়েছে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর। প্রাথমিকভাবে আড়াই হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে সহায়তা করেছিল সংগঠনটি।

প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0069789886474609