সাত কলেজের ২য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ - দৈনিকশিক্ষা

সাত কলেজের ২য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর সরকারি সাত কলেজের দ্বিতীয় বর্ষের 'অনিয়মিত-মানোন্নয়ন' পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ সেপ্টেম্বর। 

সাম্প্রতিক লকডাউনের আগে করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষাসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হলে পরদিনই নানাবিধ কারণে পিছিয়েপড়া ৭ কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা চালিয়ে যাওয়ার দাবিতে নীলক্ষেত অবরোধ করেন।

শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের অধ্যক্ষদের সভায় বিশেষ বিবেচনায় ও শর্তসাপেক্ষে কেবল ৭ কলেজের পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেন। হঠাৎ লকডাউন শুরু হলে আবার সব পরীক্ষা সংগত কারণেই স্থগিত হয়ে যায়। এর মধ্যে ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা অন্যতম। এটি নিয়মিত পরীক্ষা নয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরনো এসব ছাত্র ২য় বর্ষের ১ বা ২ বিষয় ফেল করায় ৪র্থ বর্ষ পাস করেও সনদ পাচ্ছেন না। চাকরির আবেদন করতে পারছেন না। আবার কেউ ১/২ বিষয়ের জন্য ৩য় বর্ষে বা ৪র্থ বর্ষে প্রমোশন পাচ্ছেন না। পরীক্ষার জন্য মরিয়া হয়ে উঠছেন তারা। পরীক্ষার জন্য নিয়মিত ধর্ণা দিচ্ছেন। সুসাইডের হুমকি দিচ্ছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরনো এসব শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তিকৃতদের মিলানোর সুযোগ নেই। ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরাও অন্যদের তুলনায় ৩/৪ বছর পিছিয়ে। এদের পরীক্ষাও স্থগিত হয়ে যায়। এ দুটো পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার ২য় বর্ষ বিশেষ পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে।

ঢাকা কলেজে সাধারণ সময়ে ৫ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া যায়। অবশিষ্ট মোট ৯ দিন পরীক্ষায় প্রথম দিন ৯শ জন, দ্বিতীয় দিন ৪শ জন অন্যদিন ৫০-৭০ জন পরীক্ষার্থী। সব কলেজেই এমন।

ডিগ্রি পাস পরীক্ষার্থী এত কম যে, শুধু বেগম বদরুন্নেসা কলেজে কেন্দ্র থাকে। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর ৭ কলেজে ডিগ্রি পাস কোর্স ও প্রিলিমিনারি বন্ধ করে দেওয়া হয়। গত ৪ বছর এসব কোর্সে কোনো শিক্ষার্থী ভর্তি করা হয়নি। এদের অবস্থা সবচেয়ে করুণ, আরও করুণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরনো শিক্ষার্থীরা। সবদিক বিবেচনা করে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।  

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0031161308288574