বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
শনিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের সাবেক এই নেতা আধুনিক, মুক্তমনা, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন গুণী শিক্ষক ছিলেন।
তিনি আরও বলেন, ড. গিয়াসউদ্দিন ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। ছিলেন নিভৃতচারী মানুষ। একজন প্রকৃত শিক্ষকের সকল গুণাবলীর অধিকারী ছিলেন তিনি। তার মৃত্যুতে জাতি একজন সেরা বুদ্ধিজীবীকে হারাল। তার নীতি আদর্শ ও বিশ্বাসের মধ্যদিয়েই অনাগত দিনে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।