বগুড়ার শেরপুরে দ্বিতীয়বারের মতো বিয়ের কথা বলে এক শিক্ষক তাঁর সাবেক স্ত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই নারী মামলাটি করেন। শেরপুর,বগুড়ায় আসামি আরিফুল ইসলাম (৩১) শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
মামলার অভিযোগে বলা হয়, ২০১০ খ্রিষ্টাব্দের আরিফুলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। তাঁদের সাত বছরের সংসারজীবনে একটি ছেলেসন্তান আছে। চার বছর আগে পারিবারিক কলহের জেরে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরই মধ্যে ছেলে শেরউড স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার পর তাঁদের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে ওই শিক্ষক তাঁর সাবেক স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বাড়িতে নিয়ে যান। সেই সময় সেখানে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করেন আরিফুল।