সাময়িক বহিষ্কারে খুশি নন আবরারের বাবা - দৈনিকশিক্ষা

সাময়িক বহিষ্কারে খুশি নন আবরারের বাবা

দৈনিকশিক্ষা ডেস্ক |

আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের বুয়েট থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তে খুশি নন তাঁর বাবা বরকত উল্লাহ। আসামিদের আজীবন বহিষ্কার চান তিনি। তবে বুয়েটের শিক্ষার্থীদের জন্য নেওয়া সিদ্ধান্তগুলোর ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার (১১ অক্টোবর) প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে আজ শুক্রবার বৈঠকে করে যে সিদ্ধান্তগুলো জানিয়েছেন, সে বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট অডিটোরিয়ামে আলোচনাকালে উপাচার্য বলেন, বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি থাকবে না। আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আবরার হত্যা মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। বুয়েটে র‍্যাগিং বন্ধ হবে। উপাচার্য জানান, সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আশ্বস্ত করেছে।

আবরারের বাবা আজ সন্ধ্যার দিকে মোবাইল ফোনে বলেন, সাময়িক বহিষ্কার কোনো সিদ্ধান্ত হতে পারে না। পরে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারও হতে পারে। তাই যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে স্থায়ী বহিষ্কার করতে হবে।

ক্ষতিপূরণের ব্যাপারে আবরারের বাবা বলেন, ‘আমার ছেলে হারিয়েছি। এর চেয়ে বড় ক্ষতি কী হতে পারে। এই ক্ষতি কোনোভাবে পূরণ হতে পারে? পারে না।’ তাঁর দাবি, দ্রুত অভিযোগপত্র দিয়ে সব আসামির ফাঁসি নিশ্চিত করতে হবে। শুধু রায় হলেই হবে না, ফাঁসিও যাতে দ্রুত কার্যকর হয় সেটাই বুয়েট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

র‍্যাগিং বন্ধ, সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আবরারের বাবা বলেন, ‘আমার ছেলেকে হারানোর মধ্য দিয়ে আরও শত শত ছেলের জীবন যেন ভালো থাকে; এসব সিদ্ধান্তের জন্য উপাচার্যকে ধন্যবাদ। আর যেন কোনো বাবা-মা তাঁর সন্তানকে না হারায়।’

এদিকে শুক্রবার বাদ জুমা আবরারদের গ্রামের মসজিদে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আবরারের কবর জিয়ারত শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাতে আবরারের পরিবারের সদস্যরা ছাড়াও আশপাশের গ্রামের মানুষ অংশ নেন।

দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0061869621276855