শিক্ষা মানোন্নয়নে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে জরিপ করতে শিক্ষা বিষয়ক পরিপূর্ণ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব’ সভাপতি অভিজিৎ ভট্টাচার্য।
এবারের এসএসসিতে নিজ জেলা সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার কমায় শঙ্কিত এ সাংবাদিক নেতা এমন আহ্বান জানান। এ সময় প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক কলেজগুলোকে নিয়ে র্যাঙ্কিং প্রকাশে দৈনিক শিক্ষাডটকমের উদ্যোগ ইতিহাস হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গত শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত দৈনিক শিক্ষাডটকমের কলেজ র্যাঙ্কিং-২০২৩ এর ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি আরো বলেন, উচ্চমাধ্যমিক কলেজগুলোর একটি জরিপ প্রকাশ হয়েছে। এ জরিপের পক্ষে বিপক্ষে ব্যাপক কথাবার্তা শুরু হবে। এই যে পক্ষে-বিপক্ষে ব্যাপক কথাবার্তাও হবে। এটাও কিন্তু জরিপের একটা সাফল্য। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি জরিপ করেছিলো সারা দেশে। কিছু সমালোচনা হলে তারা থেমে গিয়েছিলো।
প্রথমবারের মতো কলেজের র্যাঙ্কিং প্রকাশ ইতিহাসের অংশ হয়ে থাকবে মন্তব্য করে অভিজিৎ ভট্টাচার্য বলেন, এ ইতিহাসের সঙ্গে আমরাও আজ যুক্ত হয়েছি। ঢাকার কলেজের ওপর একটি জরিপ হলো। অনেকে এর পক্ষে বিপক্ষে অনেক কথা বলবেন। আমি বলব এটির দরকার ছিলো এবং শুরুটা হয়েছে। যদি আর কারো আরো বেশি কিছু জানা দরকার থাকে তখন তারা আরো সুন্দরভাবে গবেষণা করবে।
ইরাব সভাপতি আরো বলেন, আমি দৈনিক শিক্ষাডটকম কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, গত ১০ বছর ধরে আমার জন্মভূমি সিলেট পড়াশোনায় ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে। সরকারের যেসব সুযোগ সুবিধা, অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও দিচ্ছে। কিন্তু সিলেট পিছিয়ে যাচ্ছে। ঢাকার কলেজ তো এখন শেষ হয়ে গেলো, এখন সিলেট কেনো পিছিয়ে যাচ্ছে তা নিয়ে একটি জরিপ বা গবেষণা হওয়া প্রয়োজন। সিলেটকে বাঁচানো দরকার।
তিনি বলেন, এক সময় সিলেট থেকে বহু সিএসপি অফিসারের জন্ম হয়েছিল, এখন সিলেটে মাধ্যমিকে পাসের হার কমেছে। এটা কি হাওরের দোষ? নাকি চা বাগানের দোষ? নাকি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হয়ে যাওয়ার দোষ? তা নিয়ে যদি সামনের গবেষণা হয় অন্তত আমরা সিলেটবাসীরা কিছুটা বাঁচবো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।