মোরেলগঞ্জে বুধবার সকালে সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষক শহিদুল ইসলাম হাওলাদারের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হোগলাপাশা গ্রামের মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। পিরোজপুর জেলার নামাজপুর সাকিনা হামিদ দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন তিনি।
এলাকাবাসী জানান, সকাল ৯টার দিকে ইউনিয়নের দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।