সেই শিক্ষককে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে - দৈনিকশিক্ষা

সেই শিক্ষককে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে

চট্টগ্রাম প্রতিনিধি |

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় বাস থেকে ফেলে দেওয়া স্কুল শিক্ষক রহমত উল্লাহ'র চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। তবে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে তাকে। আহত শিক্ষকের দীর্ঘ মেয়াদে চিকিৎসা চালানোর সক্ষমতা নেই জানিয়ে তার সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারীকে গ্রেফতার করেনি পুলিশ। তাদের অজুহাত, কোন অভিযোগ না পাওয়ায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না।

গত শনিবার সকালে নগরের অক্সিজেন থেকে নিউমার্কেট যাওয়ার পথে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় স্কুল শিক্ষক রহমত উল্লাহকে। তিনি নগরের পাঁচলাইশের শাহ হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চট্টগ্রাম নগরের মেহেদীবাগ বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ন্যাশনাল হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক মোহাম্মদ মামুন বলেন, ‘উনার কোমরে চিড় ধরেছে। এটি দেড়মাস মতো বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। তবে বাম পায়ের মাংস থেঁতলে গেছে। চামড়া চলে গেছে। আরও যাবে। দুই সপ্তাহ ড্রেসিং করার পর প্লাস্টিক সার্জারি করতে হবে। তাকে প্লাস্টিক সার্জারি বিভাগে রেফার করা হবে। উনাকে দীর্ঘ মেয়াদে চিকিৎসা চালাতে হবে। চামড়া চলে যাওয়া অংশে কোন সংক্রমণ না হলে দ্রুত সেরে উঠবে আশা করছি।’

এদিকে বাস থেকে শিক্ষককে ফেলে দেওয়ার অভিযোগে নগরের ৮ নম্বর রুটে (নিউমার্কেট-অক্সিজেন) চলাচলরত সৌরভ পরিবহনের বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারীকে গ্রেফতার করেনি পুলিশ। বাস মালিকের পক্ষ থেকেও আহত শিক্ষকের পরিবারের সঙ্গে কোন ধরণের যোগাযোগ করা হয়নি। 

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দীন বলেন, ‘বাস থেকে ফেলে দেওয়ার কথা শুনে বাসটি জব্দ করেছি। কিন্তু ওই শিক্ষক বা তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় চালক ও সহকারীকে গ্রেফতার করতে পারছি না। অভিযোগ পেলে  তাদেরকে গ্রেফতার করা হবে।’

রহমত উল্লাহ ছোট ভাই আরিফ উল্লাহ বলেন, ‘আমার ভাইয়ের চিকিৎসা সেবা নিশ্চিত করা নিয়ে আমরা চিন্তিত। চিকিৎসকরা বলছেন, দীর্ঘমেয়াদে চিকিৎসা নিতে হবে। কিন্তু দীর্ঘমেয়াদে চিকিৎসা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের নেই। আমরা এখনো মামলা করার কথা ভাবছি না। আমরা চাই আমাদের ভাইয়ের সুচিকিৎসাটা যেন নিশ্চিত করা হয়।’

আহত শিক্ষকের সহকর্মী অভিজিৎ বড়ুয়া জানান, রহমত উল্লাহ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণে আছেন। নগরের অক্সিজেনের বাসা থেকে নিউ মার্কেট যাচ্ছিলেন। আগে অক্সিজেন থেকে নিউ মার্কেট ৮-১০ টাকা ভাড়া ছিল। এখন ১৫ টাকা ভাড়া নির্ধারণ করেছে। কিন্তু হেলপার ১৭ টাকা দাবি করেন। রহমত উল্লাহ প্রতিবাদ জানিয়ে ১৭ টাকা দিয়ে নামার সময় হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখায় তার স্বজনরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0039031505584717