সেই শিক্ষামাফিয়া মন্মথ বাড়ৈ চাকরি হারাচ্ছেন - দৈনিকশিক্ষা

সেই শিক্ষামাফিয়া মন্মথ বাড়ৈ চাকরি হারাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক |

আন্তর্জাতিক শিক্ষা মাফিয়াচক্রের বাংলা শাখার অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্রে পলাতক  বিসিএস সাধারণ ক্যাডার শিক্ষা কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈ চাকরি হারাচ্ছেন। তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাড়ীর ফুটফরমায়েশ খাটুরে ও সাবেক এপিএস  এবং  জিপিএ ফাইভ বিক্রি, প্রশ্নফাঁসসহ নানা অভিযোগে অভিযুক্ত। ২০১৮ খ্রিষ্টাব্দের জাতীয় সংসদ নির্বাচনের সাত দিন আগে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে, তার সিন্ডিকেট সদস্য রতন, শাহেদ শ্রীকান্তরা এখনও লুটপাট করে চলছে। ছাত্রপাঠানোর নামে  বিদেশে  আদম পাচারে অভিযুক্ত ও বিভিন্ন দেশে নিষিদ্ধ ক্যামরিয়ান কলেজের কাছে জিপিএ ফাইভ বিক্রি, প্রশ্নফাঁসসহ নানা অপকর্মে নিযুক্ত ছিলেন বাড়ৈ। বদলি বাণিজ্য, এমপিওভুক্তি, শিক্ষা প্রকৌশলে লুটপাট এবং শিক্ষা ক্যাডারকে তছনছ করার অভিযোগ তার বিরুদ্ধে। তার অসংখ্য বান্ধবী এখনও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে।  তিনি শিক্ষা খাতের পিকে হালদার হিসেবে পরিচিত। 

সরকারের অনুমতি ছাড়া দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। শিক্ষা ক্যাডারের এ সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে জামাত-বিএনপি ও দুর্নীতিবাজদের পদায়নের অভিযোগ আছে। কর্মস্থলে যোগদান না করে দীর্ঘদিন বিদেশে থাকায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে চাকুরিচ্যুত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, প্রজাতন্ত্রের  কোনো কর্মচারীর অননুমোদিতভাবে বিদেশে থাকার সুযোগ নেই। এ ব্যাপারে প্রশাসনিক সব ধাপ অনুসরণ করে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে।

দৈনিক শিক্ষাডটকমের অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ খ্রিষ্টাব্দের শেষ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাড়ৈ ২০২০ খ্রিষ্টাব্দের খুলনার ব্রজলাল কলেজে পদায়ন পেয়েছিলেন। ২০০৯ খ্রিষ্টাব্দে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর টানা ৮ বছর তার এপিএস ছিলেন মন্মথ রঞ্জন বাড়ৈ। ওই সময় বিভিন্ন সরকারি ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়নসহ সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাকে এপিএস পদ থেকে নুরুল ইসলাম নাহিদ সরিয়ে দিতে বাধ্য হন। এর ঢাকা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক (কলেজ) পদে ছিলেন তিনি। 

বাড়ৈকে ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ সরকারি খুলনার ব্রজলাল কলেজে (বি.এল, কলেজ) পদায়ন করা হয়। আদেশে তাকে ওই বছরের ১২ এপ্রিলের মধ্যে যোগদান করতে বলা হলেও বাড়ৈ যোগদান করেননি। ২০২১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে তাকে পলায়নে অভিযুক্ত করে শোকজ করে শিক্ষা মন্ত্রণালয়। পরে জানুয়ারিতে তাকে আবার শোকজ করা হয়। শোকজে মন্ত্রণালয় বলেছিলো, নির্ধারিত সময়ের মধ্যে পদায়ন-বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাকে ১০ দিনের মধ্যে কর্মস্থলে যোগদান না করার কারণ লিখিতভাবে জানাতে এবং তিনি ব্যক্তিগত শুনানি চান কি না তাও জানাতে বলা হয়েছিলো। তিনি প্রশাসনিক এসব প্রক্রিয়ায় যুক্ত হননি। তাই তাকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বাড়ৈর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকা অবস্থায় তার সিন্ডিকেটের কয়েকজন সহযোগীর সহায়তায় ২০২১ খ্রিষ্টাব্দে তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন জমা দিয়েছিলেন। পলাতক কর্মকর্তাকে অবসরে যাওয়ার সুযোগ দিয়ে অবসর সুবিধা বাবদ প্রায় কোটি টাকা দেয়ার ব্যবস্থা করে দিতে সেই আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত বাড়ৈ সিন্ডিকেটের নতুন ও পুরনো সদস্যরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036571025848389