নওগাঁর সাপাহার উপজেলার কৃতি সন্তান ও খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদরাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল হালিমকে সম্মাননা পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সাপাহার উপজেলার সর্বপ্রথম অ্যাম্বাসেডর ও শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় আব্দুল হালিমকে সম্মাননা পুরস্কার হিসেবে ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস "মা" বইটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী।
এ সময় বই পড়ার উপর বিশেষ গুরুত্বারোপ রেখে উপদেশ মূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী।
উল্লেখ্য যে, গত ৫ ফেব্রুয়ারী ঢাকাস্থ নন্দন পার্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় আব্দুল হালিমকে সম্মাননা পুরস্কার তুলে দেন এ টু আই কর্মকর্তা কবির হোসাইন ও অভিজিৎ সাহা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।