সেশনজট কমাতে শেকৃবি শিক্ষার্থীদের অবস্থান - দৈনিকশিক্ষা

সেশনজট কমাতে শেকৃবি শিক্ষার্থীদের অবস্থান

শেকৃবি প্রতিনিধি |

সেশনজট কমানোর দাবিতে অবস্থান নিয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৭৭তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম বাহাউদ্দীন নাসিম প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। ডিনের আশ্বাসে দেড় ঘণ্টা পর প্রশাসনিক ভবন ছেড়ে দেন অবস্থানকারীরা।

শিক্ষার্থীরা জানান, মহামারি করোনা ও অন্য কারণে প্রায় একবছর দু মাস পিছিয়ে আছেন তারা। করোনার সময় অনলাইন ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বলা হয়েছিল চার মাসে সেমিস্টার শেষ করানো হবে। লেভেল-৪ এর সেমিস্টার-১ চারমাসে শেষ হলেও সেমিস্টার-২ এ ছয় মাসের কোর্স শিডিউল দেওয়া হয়েছে। এতে সেশনজট আরও বাড়বে। তাই সেশনজট কমানোর দাবিতে অবস্থান নিয়েছেন তারা। 

অবস্থানকারী শিক্ষার্থী জামিউল আলম পরশ, ইমরান ইসলাম, কবির খন্দকার ও সাঈনুর রহমান হৃদয় বলেন, ‘লেভেল-৪ এর প্রথম সেমিস্টার যেভাবে চার মাসে শেষ করেছি, একইভাবে দ্বিতীয় সেমিস্টারও ১৩ এপ্রিলের আগে শেষ করতে চাই। আমাদের দাবির সঙ্গে বিভাগ সংশ্লিষ্টরা একমত পোষণ করলেও এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এখনো প্রায় এক বছর দুমাসের সেশনজটে আটকা। ফলে ৪৫তম বিসিএস ধরার কথা থাকলেও তা পারিনি।

অবস্থানকারী শিক্ষার্থীদের একদল প্রতিনিধি কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল জানায়, ডিন বুধবার সকলে কোর্স শিক্ষক, বিভাগীয় প্রধান, উপাচার্যকে নিয়ে সভা করে পূর্বের রুটিন পরিবর্তন করে দেবেন। তাই বুধবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি আমাদের এ সেমিস্টারও চার মাসে শেষ হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস বলেন, আমি ছাত্রদের বিষয়ে সবসময় ইতিবাচক। তারা যেহেতু সিনিয়র ব্যাচ, বিষয়টি ইতিবাচকভাবে নিয়েই সিদ্ধান্ত নেয়া হবে। আমরা বুধবার মিটিং করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবো। আশা করা যায়, আমাদের সিদ্ধান্তে শিক্ষার্থীরা খুশি হবে।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034329891204834