সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এসআর কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি | চাকরির খবর নিউজ

সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এসআর কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এসআর কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউ টাউন আবাসিক প্রকল্পে সোনারগাও স্টার ফ্লাওয়ার এসআর স্কুল এন্ড কলেজে কয়েকটি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। (EIIN 134965, বিদ্যালয় কোডঃ ২৫৬৫, কলেজ কোডঃ ২৫১৬)

সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এসআর কলেজে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউ টাউন আবাসিক প্রকল্পে সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এসআর স্কুল এন্ড কলেজে কয়েকটি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।  (EIIN 134965, বিদ্যালয় কোডঃ ২৫৬৫, কলেজ কোডঃ ২৫১৬)

পদের বিবরণ 

কো-অর্ডিনেটর পদে একজন ও বাংলা, ইংরেজি, গণিত পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও পৌরনীতি বিষয়ে ২ জন করে প্রভাষক নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা 

সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স।

বেতন 

ইংলিশ ভার্সনের জন্য কো-অর্ডিনেটর (ইংলিশ ভার্সনে অভিজ্ঞ) বেতন ২৫ হাজার টাকা,  ইংলিশ ভার্সনে অভিজ্ঞ ইংরেজি, গণিত ও বাংলা মিডিয়ামের জন্য  পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীব প্রভাষকের বেতন ২০ হাজার টাকা এবং ইংরেজি, বাংলা ও পৌরনীতি প্রভাষকদের বেতন ১৫ হাজার টাকা। 


আগ্রহীদের ১৬ জানুয়ারি সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

যোগাযোগঃ অধ্যক্ষ, সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এস আর স্কুল এন্ড কলেজ, মেঘনা নিউ টাউন আবাসিক প্রকল্প ( মেঘনা টোল প্লাজা সংলগ্ন), সোনারগাঁও,  নারায়ণগঞ্জ।

মোবাইলঃ ০১৯৫৮-৪৫১০০১ (অধ্যক্ষ)