সোনার দোকানের কর্মীর দল জিতলো নগদের জমি - দৈনিকশিক্ষা

সোনার দোকানের কর্মীর দল জিতলো নগদের জমি

আমাদের বার্তা ডেস্ক |

মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের ঘোষণা দেয়া দেশের ইতিহাসে সর্ববৃহৎ ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন নড়াইলের সোনার দোকানের কর্মী দেবাশিষ ভৌমিক ও তার দল। এই দলে আরো ছিলেন পিন্টু ভৌমিক ও সোমা ভৌমিক। 

সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। নড়াইল থেকে নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলায়মানের সঙ্গে হেলিকপ্টারে উড়ে এসে এই জমি গ্রহণ করেন দেবাশিষরা। এরকম আরো কয়েকটি জমি উপহার পাবেন ক্যাম্পেইন জুড়ে ভাগ্যবান বিজয়ীরা। 

ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জমি জেতার অফার নিয়ে এসেছে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সঙ্গে জমির ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। এই ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহক। এছাড়াও উপহার তালিকায় রাখা হয়েছে এসইউভি, মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ ২০ কোটি টাকার পুরস্কার।

ক্যাম্পেইনের প্রথম জমি জিতেছিলেন পোশাক শ্রমিক রাসেল আহমেদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব। দ্বিতীয় জমি জিতে নিলেন নড়াইলের দেবাশিষ ভৌমিক ও তার দল। দেবাশিষ ও পিন্টু পেশায় স্বর্ণের দোকানের শ্রমিক। আর সোমা ভৌমিক গৃহিণী। দলনেতা দেবাশিষ নগদ ওয়ালেট ব্যবহার করে মাত্র ১০০ টাকা মোবাইল রিচার্জ করার ফলে দল গঠনের জন্য যোগ্য হন। এরপর তিনি পিন্টু ও তার স্ত্রী সোমাকে নিয়ে দল গঠন করেন। তিনজনই ক্যাম্পেইন জুড়ে নিয়মিত লেনদেন করেছেন। 

ঢাকা থেকে বিশেষ ভাড়া করা হেলিকপ্টারে করে নড়াইল থেকে পূর্বাচলে আনা হয় জমি বিজয়ী তিনজন এবং পিন্টুর কন্যা পূর্ণতা ভৌমিককে। হেলিকপ্টারে উঠতে পেরেই যারপরনাই উচ্ছ্বসিত ছিলেন তিনজন। এরপর প্রবাসী পল্লীতে তাদের সঙ্গে গল্প করে তাদেরকে নির্ধারিত প্লটে নিয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে জমি পাওয়ার খবরে আনন্দ অশ্রুতে ভেঙে পড়েন তিন বিজয়ী। 

দলনেতা দেবাশিষ বলেন, ‘আমি ভিডিওতে দেখেছিলাম যে, নগদে লেনদেন করে ও দল গঠন করে জমি জেতা সম্ভব। ততোটা বিশ্বাস করিনি। তবে যেহেতু আমি নগদ গ্রাহক, তাই শখের বসেই দল করেছি। এখন মনে হচ্ছে স্রষ্টা নিজে নগদকে দিয়ে আমাদের স্বপ্নপূরণ করেছেন।’

জমি পাওয়ার খবরে চোখের পানিতে ভেসে সোমা ভৌমিক বলছিলেন, ‘পুরো দিনটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা জীবনে কখনো হেলিকপ্টারে উঠিনি। আজ সেটাকেই পুরস্কার মনে হচ্ছিলো। এরপর রিয়াদ ভাইয়ের মতো তারকাকে দেখলাম। আর শেষে জমি পেলাম। মনে হচ্ছে, স্বপ্ন দেখছি।’

জমি হস্তান্তর করার পর আবেগী হয়ে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি বলেন, ‘আমি নগদের হয়ে গত বছর একজন মধ্যবিত্ত মানুষের হাতে গাড়ি তুলে দিয়েছিলাম, লোকটার জীবন বদলে গেছে। এবার এই পরিবারটার হাতে জমি দিতে পারলাম। এদেরও জীবন বদলে গেলো। আমার মনে হয়, ব্যাট হাতে ম্যাচ জেতানোর চেয়ে অনেক বড় আনন্দ মানুষের জীবন বদলের সাক্ষী হতে পারা। নগদকে ধন্যবাদ, আমাকে এই সুযোগটা দেয়ার জন্য।’

ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রথমে নগদে কমপক্ষে ৫০০ টাকা লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ কিংবা ব্যাংক থেকে নগদে ১০০০ টাকা অ্যাড মানি করতে হবে। তারপর ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নেয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি বার্তা পাবেন। সেক্ষেত্রে তাকে নগদ অ্যাকাউন্ট আছে এমন তিনজনের একটি দল গঠন করতে হবে।

একাদশে ভর্তিতে কলেজ পছন্দে যে বিষয়গুলো মনে রাখতে হবে - dainik shiksha একাদশে ভর্তিতে কলেজ পছন্দে যে বিষয়গুলো মনে রাখতে হবে ছাত্রীকে যৌন হয়রানি: জুতার মালা শিক্ষককের - dainik shiksha ছাত্রীকে যৌন হয়রানি: জুতার মালা শিক্ষককের ঢাকা বোর্ডের এসএসসি: অসন্তুষ্টদের খাতা চ্যালেঞ্জ ১ লাখ ৮০ হাজার - dainik shiksha ঢাকা বোর্ডের এসএসসি: অসন্তুষ্টদের খাতা চ্যালেঞ্জ ১ লাখ ৮০ হাজার থমকে আছে শিক্ষক বদলি কার্যক্রম - dainik shiksha থমকে আছে শিক্ষক বদলি কার্যক্রম প্রশিক্ষক হতে শিক্ষকদের আবেদন আহ্বান - dainik shiksha প্রশিক্ষক হতে শিক্ষকদের আবেদন আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0089991092681885