সোনালী ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | ব্যাংক ও বীমা নিউজ

সোনালী ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অর্থ সচিব প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. জাফর ইকবাল এনডিসি, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকরা, শেয়ার হোল্ডার মো. ফজলুল হক, কামরুল ইসলাম, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মো. মোফাজ্জল হোসেন, মোল্লা আব্দুল ওয়াদুদ, ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এবং কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

সভায় ১২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০১৯ খ্রিষ্টাব্দের আর্থিক বিবরণী ও পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগের অনুমোদনসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।