সোমবার মডার্নার ৩০ লাখ টিকা আসছে | করোনা আপডেট নিউজ

সোমবার মডার্নার ৩০ লাখ টিকা আসছে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুদান হিসেবে ৩০ লাখ ডোজ মডার্নার টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় এসব টিকা দেশে পৌঁছাবে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুদান হিসেবে ৩০ লাখ ডোজ মডার্নার টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় এসব টিকা দেশে পৌঁছাবে।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকা গ্ৰহণ করবেন।

এর আগে কোভ্যাক্সের সুবিধার আওতায় ১ ও ২ জুলাই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেশে এসেছে। গত ১৩ জুলাই ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় এবং ঢাকার ৪১টি কেন্দ্রে মডার্নার টিকা দেয়া শুরু হয়।