স্কলাস্টিকা স্কুলে ছায়া জাতিসংঘ সম্মেলন | স্কুল নিউজ

স্কলাস্টিকা স্কুলে ছায়া জাতিসংঘ সম্মেলন

রাজধানীর উত্তরায় স্কলাস্টিকা স্কুলের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ছায়া জাতিসংঘ সম্মেলন। গত ১ ও ২ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর উত্তরায় স্কলাস্টিকা স্কুলের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ছায়া জাতিসংঘ সম্মেলন।

গত ১ ও ২ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কলাস্টিকা স্কুলে ছায়া জাতিসংঘ সম্মেলন

এর আয়োজক ছিলো স্কলাস্টিকা মডেল ইউনাইটেড নেশনস ক্লাব। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে ২০টি স্কুলের শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৪ শতাধিক।

গবেষণা, বিশ্লেষণী চিন্তা ও নেতৃত্বের চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যেনো আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব বুঝতে পারি, সেটিই এই সম্মেলনের উদ্দেশ। 

সম্মেলনে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন শাহ জাওয়াদ আহনাফ। তার দলের সদস্য সংখ্যা ৯০। সবাই স্কলাস্টিকার শিক্ষার্থী। পুরস্কার বিতরণীর মাধ্যমে দুই দিনব্যাপী আয়োজনটি শেষ হয়।