স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড - Dainikshiksha

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি |

লালমনিরহাটে ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর করায় দুই শিক্ষককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই বিদ্যালয়ের পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ অক্টোবর) সকালে ওই দুই শিক্ষককে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ফতেখা গ্রামের লিচু মিয়ার ছেলে আকাশ বাবু (১৯) ও একই উপজেলার বলরাম গ্রামের নুরুল হকের ছেলে ফারুক মিয়া (২৪)। তারা দুই জনই লালমনিরহাট শহরের মেডিকেল মোড় এলাকার আপনপাড়া শিবরাম স্কুলের সহকারী শিক্ষক। এছাড়া এ ঘটনায় বিদ্যালয়ের পরিচালক রাশেদুল ইসলামকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের আপনপাড়া শিবরাম স্কুলের দুই শিক্ষক একই বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হলেও তারা নিজেদের সংশোধন করেননি। 

সম্প্রতি ওই ছাত্রীকে তারা আবারো উত্ত্যক্ত করায় অভিযোগ দিলে পরিচালকের নেতৃত্বে বিদ্যালয়ের বৈঠকে ওই ছাত্রীকে মারধর করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার বিচার চেয়ে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ পরিচালক রাশেদসহ দুই শিক্ষক আকাশ ও ফারুককে মঙ্গলবার রাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এরপর তারা দোষ স্বীকার করলে বিচারক দুই শিক্ষকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া পরিচালক রাশেদের বিরুদ্ধের নিয়মিত মামলা করে গ্রেফতার দেখায় পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00347900390625