স্কুলছাত্রীর সন্তান প্রসব, পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা | বিবিধ নিউজ

স্কুলছাত্রীর সন্তান প্রসব, পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফেনীর ফুলগাজীতে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। ২২ ধারায় দেওয়া জবানবন্দিতে ভুক্তভোগী ছাত্রী গতকাল বৃহস্পতিবার জানায়, গত ১২ ফেব্রুয়ারি সে কন্যাসন্তান জন্ম দিয়েছে। জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তার জবানবন্দি লিপিবদ্ধ করেন।

অভিযুক্ত কনস্টেবলের নাম ওহিদুল আলম শাওন। তিনি আগে ফুলগাজী থানায় কর্মরত ছিলেন। তাঁর বর্তমান কর্মস্থল রাঙামাটি।

আদালত সূত্র জানায়, ফুলগাজী থানায় থাকার সময় এক বছর আগে ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়ায় শাওন।