স্কুলছাত্রী ধর্ষণে জড়িতদের বিচার দাবি - Dainikshiksha

স্কুলছাত্রী ধর্ষণে জড়িতদের বিচার দাবি

নড়াইল প্রতিনিধি |

নড়াইলের কালিয়ার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়কে মানববন্ধন করে এ দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। এদিকে এ ঘটনায় ছবেদ মোল্যা নামের একজনকে আসামি করে বুধবার নড়াগাতি থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। আসামিকে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী প্রতিদিনের মতো বুধবার সকালে বিদ্যালয়ে যায়। সকাল ১১টার দিকে বিদ্যালয়ের পাশ থেকে উপজেলার নয়া মাউলী গ্রামের মৃত ছাত্তার মোল্যার ছেলে ছবেদ মোল্যা (২৬) আগে পরিচয়ের সূত্রে তাকে ফুসলিয়ে বিদ্যালয়ের পাশের পাট ক্ষেতে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। আহত ওই ছাত্রী দৌড়ে স্কুলের পাশে এসে পড়ে যায়। তখন স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে। বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য ছাত্রীকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নড়াগাতি থানার ওসি মো.আলমগীর কবির বলেন, ‘ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো.আছাদুজ্জামান, সহকারী শিক্ষক মো. শহীদুল্লাহ, অষ্টম শ্রেণির শিক্ষার্থী দেলোয়ার হোসেন, সুমাইয়া খানম প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা অভিযুক্ত ছবেদকে অবিলম্বে গ্রেফতারসহ জাড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043580532073975