স্কুলছাত্রী ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন - দৈনিকশিক্ষা

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি |

দিনাজপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় নবীউল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।

গতকাল দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন। যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত আসামি নবীউল ইসলাম (২৩) দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর পানুয়াপাড়া গ্রামের মো. জাফর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল স্কুলে যাওয়ার পথে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার পথে বটতলা মোড় থেকে জোরপূর্বক মাইক্রোবাসে করে সদর উপজেলার মাতাসাগর পানুয়াপাড়া গ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কনস্টেবল নবীউল ইসলাম, তার ভাই নুরুল ইসলাম ওরফে নুরু (২৮), ভাবি কাওসার ইয়াসসিন ছোটি (২৪) ও নবিউল ইসলামের বাবা জাফর আলী ( ৬৩) অপহরণ করে নিয়ে যায়।

এরপর শিক্ষার্থীকে রংপুরের বদরগঞ্জে আটক রেখে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করা হয়। এরপর তাকে অজ্ঞাতনামা কাজী অফিসে নিয়ে নিকাহ রেজিস্টারে স্বাক্ষর নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। পরবর্তীতে নবীউল ইসলাম শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে দাম্পত্য জীবন শুরু করে। গত ২০১৪ সালের ১ আগস্ট দিনাজপুরে নিয়ে আসার কথা বলে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সৈয়দপুর স্টেশনে আসার পর সেখানে নবীউল ইসলাম শিক্ষার্থীকে নিয়ে নেমে যায়।

নবিউল ইসলাম শিক্ষার্থীকে বলে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি তুমি বাড়ি চলে যাও। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে স্টেশনের লোকজন নবীউল ইসলামকে আটক করে সৈয়দপুর থানা পুলিশের কাছে তুলে দেয়। কিন্তু নবীউল ইসলাম পুলিশ হওয়ায় সৈয়দপুর থানা পুলিশ একটি জিডি করে তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় সদর উপজেলার শেখপুরা মেদ্দাপাড়া গ্রামের আমেনা বেগম (শিক্ষার্থীর নানি ) বাদী হয়ে গত ৪/০৭/২০১৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০/৯(১) ধারায় নবীউল ইসলামসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি কোতয়ালি পুলিশ তদন্ত করে পুলিশ কনস্টেবল নবীউল ইসলাম, তার ভাই নুরুল ইসলাম ওরফে নুরু, ভাবি কাওসার ইয়াসসিন ছোটিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে।

আদালতে সাক্ষী প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামি পুলিশ কনস্টেবল নবীউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। অন্য আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। আসামি নবীউল ইসলামকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.010893821716309