স্কুলছাত্র কালামকে চাপা দেওয়া গাড়ি চালক গ্রেফতার

স্কুলছাত্র কালামকে চাপা দেওয়া গাড়ি চালক গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে স্কুলছাত্র আবুল কালাম আজাদকে চাপা দেওয়া গাড়িচালককে শুক্রবার উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাকিল। এ ঘটনায় নিহত আজাদের সহপাঠীদের অভিযোগ দুর্ঘটনার পর গাড়ি জব্দ করলেও চালক ও মালিককে ছেড়ে দেয় পুলিশ।

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে স্কুলছাত্র আবুল কালাম আজাদকে চাপা দেওয়া গাড়িচালককে শুক্রবার উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শাকিল। এ ঘটনায় নিহত আজাদের সহপাঠীদের অভিযোগ দুর্ঘটনার পর গাড়ি জব্দ করলেও চালক ও মালিককে ছেড়ে দেয় পুলিশ।

আর পুলিশ কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে। আজাদ আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়ত।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়।