স্কুলশিক্ষক লুৎফর বাঁচতে চান | স্কুল নিউজ

স্কুলশিক্ষক লুৎফর বাঁচতে চান

জ্ঞানের আলো ছড়ান তিনি। অথচ সুচিকিৎসার অভাবে তাঁর জীবনপ্রদীপই নিভে যাচ্ছে। গত বছর ক্রনিক ক্যালসিফিক রোগ ধরা পড়ে শিক্ষক মো. লুৎফর রহমানের শরীরে।

জ্ঞানের আলো ছড়ান তিনি। অথচ সুচিকিৎসার অভাবে তাঁর জীবনপ্রদীপই নিভে যাচ্ছে। গত বছর ক্রনিক ক্যালসিফিক রোগ ধরা পড়ে শিক্ষক মো. লুৎফর রহমানের শরীরে।

তিনি দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। চিকিৎসক জানিয়েছেন, ভারত ছাড়া দেশে এই রোগের চিকিৎসা সম্ভব নয়। তা ছাড়া চিকিৎসা করাতে প্রায় ১০ লাখ টাকা লাগবে।

কিন্তু শিক্ষক লুৎফরের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে তাঁরা। সাহায্য পাঠানোর ঠিকানা : সোনালী ব্যাংক, সেতাবগঞ্জ শাখা, দিনাজপুর, হিসাব নম্বর : ১৮২৬০০২০৭৬১২১ অথবা বিকাশ নম্বর : ০১৭১৮৭৮৩৭১১।