স্কুলের পরীক্ষায় মুখ্যমন্ত্রী মমতার সর্ষের বীজ ছড়ানো নিয়ে প্রশ্নে বিতর্ক - দৈনিকশিক্ষা

স্কুলের পরীক্ষায় মুখ্যমন্ত্রী মমতার সর্ষের বীজ ছড়ানো নিয়ে প্রশ্নে বিতর্ক

দৈনিকশিক্ষা ডেস্ক |

সিঙ্গুরের মাটিতে সর্ষের বীজ কবে ছড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় তা নিয়ে প্রশ্ন এল স্কুলের পরীক্ষায়। সিঙ্গুরেরই মহামায়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ইতিহাস পরীক্ষায় এমনই প্রশ্ন আসায় সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বিঁধতে শুরু করেছে শাসকদলকে। সোমবার (৯ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস সিংহ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু বলতে পারব না।’’ সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওই স্কুলের সভাপতি। তাঁর সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি।

চলতি মাসের ২ তারিখে ওই পরীক্ষা হয়। পরে ওই প্রশ্নের কথা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে। সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী বলেন, ‘‘আমি বুঝতে পারছি না, এটা ইতিহাসের প্রশ্ন, নাকি বিদ্রুপের জন্য প্রশ্নটি করা হয়েছে? এই সরকার ইতিহাসের সিলেবাসই বদলে দিয়েছে।’’ রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসুর কটাক্ষ, ‘‘পশ্চিমবঙ্গের শিক্ষাকে কোথায় নিয়ে গিয়েছে তৃণমূল!’’

বিরোধীদের কটাক্ষকে গুরুত্ব দেয়নি তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘বিষয়টি শুনেছি। কোন পরিপ্রেক্ষিতে প্রশ্নপত্র করা হয়েছিল, তা জানা নেই। তবে এটা বলতে পারি, রাজ্য সরকারের ভাল কাজ বিরোধীরা হজম করতে পারে না।’’

জেলা তৃণমূল সভাপতি এ কথা বললেও, শিক্ষক মহলেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। সিঙ্গুরেরই একটি বিদ্যালয়ের শিক্ষক বলেন, ‘‘পাঠ্যসূচিতে গত তিন বছর ধরে সিঙ্গুরের আন্দোলনের বিষয়টি 

ঠাঁই পেয়েছে। কিন্তু তা নিয়ে পরীক্ষায় প্রশ্ন করা হল কাকে খুশি করতে, সেটাই প্রশ্ন।’’

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0040187835693359