কুমারখালীতে পান্টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় একজন আহত হয়েছেন।
রোববার দুপুরে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর গ্রুপ মারধর করে সাবেক ইউপি সদস্যকে আহত করেছে বলে জানা গেছে। আহত এনামুল হক পান্টি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ও পান্টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এএইচএম আব্দুল্লাহ টিপু মিয়া গ্রুপের সমর্থক। আহত এনামুল হক জানান, দুপুরে পান্টি কাঁচাবাজারের সামনে বসে থাকা অবস্থায় পান্টি ক্যাম্পের আইসি একজন কনস্টেবলসহ আসেন।
এ সময় পাঁচটি মোটরসাইকেলে শরিফুল, সাইফুল, আশরাফুল, মিলন, গোপাল, কামাল ও সহিদসহ ১৩-১৪ জন এসে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। এ বিষয়ে কুমারখালী থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) ইন্সপেক্টর রাকিব হাসান জানান, ৩০ মার্চ সাবেক সভাপতি মানববন্ধন করেন। পরবর্তীতে বর্তমান সভাপতি মানববন্ধন করার পর থেকেই দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। দিনে-রাতে ৪০ জন পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এরই মধ্যে সাবেক মেম্বার আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।