স্কুলের সময়ে পার্কে ঘোরাঘুরি, ৯ শিক্ষার্থী আটক | কলেজ নিউজ

স্কুলের সময়ে পার্কে ঘোরাঘুরি, ৯ শিক্ষার্থী আটক

স্কুল-কলেজ সময়ে রাজশাহীর একটি পার্কে ঘোরাঘুরি করায় ৯ জন ছাত্র-ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রাজশাহীর বিভিন্ন স্কুল-কলেজের ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছে। পরে আটককৃতদের পরিবারকে বিষয়টি জানানো হয়। মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়েছে।

স্কুল-কলেজ সময়ে রাজশাহীর একটি পার্কে ঘোরাঘুরি করায় ৯ জন ছাত্র-ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রাজশাহীর বিভিন্ন স্কুল-কলেজের ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র রয়েছে। পরে আটককৃতদের পরিবারকে বিষয়টি জানানো হয়। মুচলেকা নিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়েছে।

স্কুলের সময়ে পার্কে ঘোরাঘুরি, ৯ শিক্ষার্থী আটক

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার শহীদ ক্যাপটেন মনসুর আলী পার্কে এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার) জান্নাত আরা তিথি দৈনিকশিক্ষা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। অভিযানের সময় পুলিশ ৯ জনকে আটক করে। এর মধ্যে ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র। বাকিরা পালিয়েছে।