স্কুলে আসতে দেরি, প্রিন্সিপালসহ ৫ শিক্ষক বহিষ্কার - দৈনিকশিক্ষা

স্কুলে আসতে দেরি, প্রিন্সিপালসহ ৫ শিক্ষক বহিষ্কার

দৈনিক শিক্ষা ডেস্ক |

স্কুলের ছাত্ররা পড়াশোনায় অতি দুর্বল। নিজের মাতৃভাষাটুকু শেখার ক্ষেত্রেও করুণ দশা তাদের। অবশ্য তা নিয়ে শিক্ষকদের কোনও চিন্তা নেই। তাঁরা দুলকিচালে রোজ স্কুলে আসেন-যান, নিয়মকানুনের তোয়াক্কা না করে। হেলেদুলে  করে পড়ান। মাস গেলে মাইনেটা ঠিক বুঝে নেন। তবে বেশিদিন এভাবে চালিয়ে আর কতদিনই বা পার পাওয়া যায় ? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। অভিযুক্ত শিক্ষকদের শাস্তিও দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দেওয়া হয় তাদের।

ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের মিদজিল মণ্ডলের বল্লাভারাওপল্লি গ্রামের সরকারি স্কুলের। মণ্ডল শিক্ষা আধিকারিক এন পদ্মার বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা ১৫ নাগাদ স্কুলে প্রার্থনা শুরু হলেও প্রিন্সিপ্যাল সহ ওই পাঁচ শিক্ষক রোজ দেরি করে স্কুল আসতেন। পড়ুয়াদের পড়াশোনার ব্যাপারে তেমন নজর দিতেন না।   অভিভাবকরা অভিযোগ করতে পাত্তা দিতেন না তাতেও।

অভিযোগ পেয়ে নড়চড়ে বসেন কর্মকর্তারা। তদন্ত করে ওই পাঁচজনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত পাঁচজনকেই সাসপেন্ড করা হয়েছে। শিক্ষামন্ত্রী কাদিয়াম শ্রীহরি জানান, কর্তব্যে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের ভালো বেতন দেওয়া হয়, অথচ তাঁরা নিজেদের কাজটুকু করেন না। এটার বদল দরকার।

আপাতত ওই স্কুলে অন্য স্কুল থেকে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে। দেখা হচ্ছে স্কুলে যাতে পড়াশোনা ব্যাহত না হয়।

কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043618679046631