স্কুলে মারামারি করায় ৮ শিক্ষার্থী বহিষ্কার - দৈনিকশিক্ষা

স্কুলে মারামারি করায় ৮ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি |

কুমিল্লার হোমনা উপজেলার একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় ২০২০ সালের ৮ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর ওই শিক্ষার্থীদের বহিষ্কার করার জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা।

তবে এ ঘটনায় অভিভাবকরা বলছেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা অমানবিক। এতে ওই ছাত্রদের শিক্ষা জীবন ধ্বংসের আশঙ্কা রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্ররা হলো- আমজাদ হোসেন, মানিক, হারুনুর রশীদ, রফিকুল ইসলাম, রিফাত মোল্লা, নাঈম হোসেন, জাহিদ হোসেন ও পারভেজ।

বিদ্যালয় সূত্র জানায়, গত ১৫ নভেম্বর তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষে কয়েকজন এসএসসি পরীক্ষার্থী ছেলের মধ্যে মারামারি হয়। এতে মেহেদি নামে এক ছাত্রের হাত ভেঙে যায়। পরে শিক্ষকরা বিষয়টি অভিভাবকদের জানায়।

প্রধান শিক্ষক মো. আবদুর রব বলেন, ‘ঘটনাটি জেনে ইউএনও স্যার আমাকে মোবাইল করেন। পরে আমি তাকে বিস্তারিত জানাই। এরপর গত ২১ নভেম্বর তিনি আটজন পরীক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য আমার কাছে অফিসিয়াল চিঠি দেন।’

তিনি আরও বলেন, ‘ছোট একটি ঘটনায় এতো বড় শাস্তি এর আগে কখনো দেখিনি। তবে এখানে আমার বলার কিছু নেই। আমি যদি তাদের বহিষ্কার না করি তাহলে আমাকে জবাবদিহিতার আওতায় আনা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, ‘বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছি।’

হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে বহিষ্কার সংক্রান্ত কোনো চিঠি আমি পাইনি। এছাড়া ২০২০ সালের এসএসসি পরীক্ষার জন্য যারা ফরম পূরণ করেছে এর মধ্যে কে পরীক্ষা দিতে পারবে, কে পারবে না সেটা আসলে সিদ্ধান্ত দেবে বোর্ড। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034101009368896