স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা - দৈনিকশিক্ষা

স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা

দৈনিকশিক্ষা ডেস্ক |

মিয়ানমারজুড়ে জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র জাতিগোষ্ঠীগুলোর সংঘর্ষ ছড়িয়ে পড়েছে গত মাস থেকে। এর পর থেকেই দেশটির বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে জান্তার। এর জেরে বুধবার স্থানীয় সময় ভোররাতে সাগাইনের তাজে শহরের একটি স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালায় জান্তা বাহিনী। স্থানীয়দের মতে, এতে স্কুল ভবন ও বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

তাজে শহরের ইয়াওয়ার শাই গ্রামের স্কুল ও হাসপাতালে দু’বার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয় বলে জানা যায়। জান্তাপন্থি টেলিগ্রাম চ্যানেলগুলোতে বোমা ফেলার জন্য জান্তা বাহিনীকে আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই ইয়াওয়ার শাই এবং প্রতিবেশী মায়ে জালি কোনে গ্রামে আক্রমণগুলো হয়েছে।  গ্রামগুলোতে আহত প্রতিরোধ যোদ্ধারা অবস্থান নিয়েছে এমন অভিযোগ করে হামলা চালানো হয়। স্থানীয় পিপলস ডিফেন্স কমরেডদের মুখপাত্র হতু খান্ত জাও বলেছেন, যুদ্ধবিমান কাছাকাছি আসার খবর শুনে গ্রামবাসী পালিয়ে যাওয়ার কারণে হামলায় কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং বুধবার বলেন, উত্তর সীমান্তে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে বিদেশি বিশেষজ্ঞরা। অক্টোবরে তিনটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর একটি সশস্ত্র জোট সেনাবাহিনীর বিরুদ্ধে আকস্মিক আক্রমণ শুরু করার পর মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সশস্ত্র বিদ্রোহীরা চীন সীমান্তে মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ এলাকার (সীমান্ত ফটক) নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যা জান্তা সরকারের জন্য একটি বড় ধাক্কা ছিল। এর ফলে চীনের সঙ্গে ওই পথ দিয়ে বাণিজ্য বন্ধ হয়ে গেছে। পাশাপাশি রাজ্যের ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

অন্যদিকে, মিয়ানমারে সামরিক জান্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ও গণতন্ত্রপন্থি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব বাড়ছে উত্তর-পূর্ব ভারতে। কারণ, মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে অন্যদের লড়াইয়ের জেরে সাধারণ মানুষ ও সেনাবাহিনীর অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যের জঙ্গলে আশ্রয় নিচ্ছেন। সেখান থেকে তাদের মণিপুরে এনে ফেরত পাঠাতে হচ্ছে ভারতকে। খবর ইরাবতির।

এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে - dainik shiksha এইচএসসির ফল জানতে পারবেন যেভাবে সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শেষ ১৫ অক্টোবর - dainik shiksha সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শেষ ১৫ অক্টোবর হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন ২৩ অক্টোবর - dainik shiksha হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন ২৩ অক্টোবর দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির - dainik shiksha দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ছাত্ররা কেন সচিবালয়ে ঘুরবে: গয়েশ্বর - dainik shiksha ছাত্ররা কেন সচিবালয়ে ঘুরবে: গয়েশ্বর তিন দিনের মধ্যে প্রজ্ঞাপনে ‘আল্টিমেটাম’ ৩৫ প্রত্যাশীদের - dainik shiksha তিন দিনের মধ্যে প্রজ্ঞাপনে ‘আল্টিমেটাম’ ৩৫ প্রত্যাশীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫, নারীর ৩৭ বছর করার সুপারিশ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034201145172119