স্কুল-কলেজে আগাম ছুটি দিন: নাসিম - দৈনিকশিক্ষা

স্কুল-কলেজে আগাম ছুটি দিন: নাসিম

নিজস্ব প্রতিবেদক |

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল-কলেজে আগেই ছুটি ঘোষণা করতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাবের কারণে অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। সামনে কোরবানির ঈদ। তখন স্কুল-কলেজ এমনিতেই ছুটি দেয়া হবে। সেই ছুটি আগে দিলে বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ পোলিমুক্ত হয়েছে, মাতৃ মৃত্যু হার শূন্যের কোটায় নেমে এসেছে। কিন্তু কিছু দায়িত্বহীন ব্যক্তির কারণে সরকারকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। অন্য দেশে ডেঙ্গু নিয়ে কী হচ্ছে, সেটা দেখার দরকার নেই। আমার দেশে কী হচ্ছে সেটা দেখার বিষয়। যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখনও এ বিষয়ে সিটি কর্পোরেশনকে বলেছিলাম। আগাম সতর্কতার পরও কী কারণে ডেঙ্গু মোকাবেলায় পদক্ষেপ নিতে পারলাম না। এখন বলা হচ্ছে, ওষুধ কাজ করছে না। আনা হচ্ছে। কিন্তু সেটা এখন কেন?’

১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন আর মিটিং-মিছিল করার দরকার নেই। ওয়ার্ডে ওয়ার্ডে সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। শুধু লোক দেখানো আর ছবি তোলার জন্য পরিচ্ছন্নতা অভিযান চালালে হবে না, এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর সিটি কর্পোরেশনকেও লোক দেখানো অভিযান বন্ধ করতে হবে। প্রকৃতপক্ষে এক মাস নেতাকর্মীরা রাজধানীজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালালে ঢাকার চেহারা পাল্টে যাবে। বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ অন্য সংস্থাকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, এবারই প্রথম নয়, আগেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। স্বাস্থ্য অধিদফতর থেকে বলা হয়েছে, আগস্টে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটবে। আইসিডিডিআরবি থেকে বলা হয়েছে, মশার মারার ওষুধ কার্যকর নয়। এখন ডেঙ্গুকে গুজব বলা হচ্ছে। এটা সিটি কর্পোরেশনের ব্যর্থতা। সিটি কর্পোরেশনের কেউ এ ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করেনি। মশক অধিদফতরের কাজ কী শুধু খালি ড্রাম জড়ো করে রাখা? তিনি আরও বলেন, ওষুধ ক্রয়ে দুর্নীতি, অদক্ষতার বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত। তা না হলে মানুষের মাঝে সরকারের প্রতি আস্থাহীনতা দেখা দেবে।

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003652811050415