বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মে (২০২২) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ জুন পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৪১১৩/৪ তারিখ : ২-৬-২০২২
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচরীদের মে মাসের বেতন দিতে ৭৫০ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় করছে সরকার।
প্রতি মাসের শেষের দিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দৈনিক শিক্ষা ডটকমে ফোন ও ইমেইল করে জানতে চান কবে চেক ছাড় হবে। ইএফটি হলে আর এমনটা দরকার হবে না। ইএফটির জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।