স্কুল থেকে বিদায়ের দিন চিরবিদায় নিলো জিসান | স্কুল নিউজ

স্কুল থেকে বিদায়ের দিন চিরবিদায় নিলো জিসান

নারায়ণগঞ্জে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জিসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক শিক্ষাডটকম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জিসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার গোপালদী পৌর সভার দাইরাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান গোপালদী পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হক সাবের ছেলে এবং  সদাসদী গ্রামের বাসিন্দা।  

জানা গেছে, জিসান গোপালদী পৌর সভার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। স্কুলের বিদায় ও দোয়া অনুষ্ঠান থেকে ফেরার পথে তার মৃত্যু হয়।

স্কুল থেকে বিদায়ের দিন চিরবিদায় নিলো জিসান

অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্কুল থেকে একটু দূরে দাইরাদী এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিসান গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে আড়াইহাজার হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে বিকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।