স্কুল ব্যাগে ইয়াবা বহনকালে গ্রেফতার ১ | বিবিধ নিউজ

স্কুল ব্যাগে ইয়াবা বহনকালে গ্রেফতার ১

স্কুল ব্যাগে থাকার কথা বই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে সেই ব্যাগেই বহন করা হচ্ছিল ইয়াবা। ডিএমপির পল্লবী থানা পুলিশ ওই অবস্থায় একজনকে গ্রেফতার করেছে। বহনকারীর নাম আলিমুল হক ইমন।

স্কুল ব্যাগে থাকার কথা বই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে সেই ব্যাগেই বহন করা হচ্ছিল ইয়াবা। ডিএমপির পল্লবী থানা পুলিশ ওই অবস্থায় একজনকে গ্রেফতার করেছে। বহনকারীর নাম আলিমুল হক ইমন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম জানান, পল্লবী থানার একটি দল প্রতিদিনের মতো শুক্রবার পল্লবীর কালশী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিল। রাত সাড়ে ১০টায় একজনের কাঁধে স্কুল ব্যাগ দেখে সন্দেহ হয় টহল পুলিশের। তখন তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশের ইনচার্জ এসআই মো. আতাউল মাহমুদ। তার কথা অসংলগ্ন হওয়ায় কাঁধে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করলে পাওয়া যায় ১৫টি জিপারযুক্ত ছোট পলিপ্যাক। যার প্রতিটি প্যাকের মধ্যে পাওয়া যায় ২০০টি করে মোট ৩০০০ পিস ইয়াবা।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা

তিনি আরও বলেন, গ্রেফতার আলিমুল এই ইয়াবা গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকায় একজনকে দেওয়ার জন্য নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে। তার বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন