স্কুল মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন - দৈনিকশিক্ষা

স্কুল মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি |

পিরোজপুরের ইন্দুরকানীর কলারণ চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করতে শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার (৩০জুলাই) সকালে উপজেলার চন্ডিপুর হাটের ইন্দুরকানী-কলারণ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চণ্ডিপুর স্কুলের এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা ইট, বালু পাথর, খোয়া, গাছ ও কাঠ রেখে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের রাস্তার কাজের মালামাল ইট, বালু ও রাস্তার কাজে ব্যবহৃত গাড়িসহ প্রয়োজনীয় মালামাল রেখে মাঠের খেলাধুলার পরিবেশ নষ্ট করছে। 

অপরদিকে প্রতিদিন বিকালে ৮ থেকে ১০ টি ফুসকার দোকান বসে মাঠটিতে। প্রতিবছর সুপারি কেনাবেচার মৌসুমেও এ মাঠটি ব্যবহার করে থাকেন অর্ধ শতাধিক সুপারি ব্যাবসায়ী। প্রায় এক বছরেরও অধিক সময় ধরে এ অবস্থা চলছে। এখানে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি টেকনিক্যাল কলেজ, একটি মাদরাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারা বছর এই মাঠটিতে খেলাধূলা করে থাকে। কিন্তু এক বছরের অধিক সময় ধরে মাঠটিতে বিভিন্ন ঠিকাদাররা নির্মাণ সামগ্রী রেখে দখল করে রেখেছে।

তারা আরো বলেন, কলারণ চণ্ডিপুর স্কুল মাঠটি বালিপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠ হিসাবে পরিচিত। প্রায় ৩ যুগের বেশি সময়কাল থেকে এ মাঠটিতে বছর জুড়ে ফুটবল, ভলিবল, ক্রিকেট, হা-ডু-ডু, ব্যাডমিন্টন টুর্নামেন্টসহ ইউনিয়ন পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে থাকে।
 
 মানববন্ধনে বক্তব্য রাখেন, কলারণ চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হাওলাদার, স্কুলের প্রধান শিক্ষক মিন্টু কুমার হালদার, চন্ডিপুর ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কর, চণ্ডিপুর ইউনাইটেড যুব ক্লাবের সভাপতি জিয়াউল হাছান রনি, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাহাত হোসেন গাজী, সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক কামরুল হাছান ইমন, কলেজ ছাত্র শুকুর। 

এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, স্কুল মাঠে বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে যারা দখল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.003497838973999