স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি যৌক্তিক: ধর্ম উপদেষ্টা - দৈনিকশিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি যৌক্তিক: ধর্ম উপদেষ্টা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  ইবতেদায়ি মাদরাসার শিক্ষাকে জাতীয়করণ করাসহ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবির যৌক্তিকতা রয়েছে । সরকার যাতে ইবতেদায়ি মাদরাসাগুলোর সমস্যা সমাধানে উদ্যোগ নেয় সে লক্ষ্যে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের উদ্যোগে ‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা: উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ধর্ম উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষ যাতে নিজ-নিজ ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায় থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাবলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আল কুরআনের আদর্শ ও মূল্যবোধ যাতে দেশের বৃহত্তর মুসলিম ধর্মের ছাত্ররা প্রাথমিক পর্যায় থেকে শিক্ষাগ্রহণ করতে পারে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।  

তিনি বলেন, সরকার যাতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের দাবিসমূহ মেনে নেন সেই লক্ষ্যে আমি আন্তরিকতার সঙ্গে সুপারিশ করব। সবাইকে এ লক্ষ্যে সভা-সমাবেশ সেমিনার করে গণসচেতনতা তৈরি করতে হবে বলে পরামর্শ দেন ধর্ম উপদেষ্টা। 

তিনি আরও বলেন, ইবতেদায়ি মাদরাসাকে লালন করতে না পারলে ইসলামি শিক্ষা অসম্ভব হবে। ইবতেদায়ি শিক্ষকদের প্রশিক্ষণের কোনো প্রতিষ্ঠান নেই, এটি একটি বৈষম্য। এদেশে বৃহত্তর জনগোষ্ঠীর দাবি বাস্তবায়নে শিক্ষা, ধর্ম চর্চা ও ধর্ম শিক্ষা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন তিনি। 

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও ইবতেদায়ি মাদ্রাসার প্রতি বৈষম্য করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার নাস্তিকদের দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মের চরিত্র ধ্বংস করতে চেয়েছে। 

বক্তারা কোরআন-হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেন।inside-ad-1]

সংগঠনের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ড. মুহাম্মাদ মাসউদুর রহমান তালুকদার। 

মূল প্রবন্ধে ড. মুহাম্মাদ মাসউদুর রহমান তালুকদার সাত দফা দাবি উপস্থাপন করে বলেন, গত ৩৪ বছর যাবৎ এই দাবি আদায়ে আমরা সরকারের কাছে আবেদন করে আসছি। 

আলোচনা করেন, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আবদুল মোমেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।

শিক্ষার্থীদের টাকার পেছনে না ছোটার পরামর্শ শিক্ষা উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের টাকার পেছনে না ছোটার পরামর্শ শিক্ষা উপদেষ্টার বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা - dainik shiksha বৈষম্যের অবসান চান মাদরাসার জেনারেল শিক্ষকরা অযোগ্যদের নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না - dainik shiksha অযোগ্যদের নিয়োগ দিয়ে শিক্ষকতা পেশাকে লজ্জিত করবেন না আবারো রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেবো - dainik shiksha আবারো রাজপথে নামতে প্রস্তুত, প্রয়োজনে জীবন দেবো প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতকে পছন্দ করেন ৫৩.৬ শতাংশ বাংলাদেশি পিএসসির নন-ক্যাডারে নিয়োগ, পদ ৪৮২ - dainik shiksha পিএসসির নন-ক্যাডারে নিয়োগ, পদ ৪৮২ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি - dainik shiksha আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি please click here to view dainikshiksha website Execution time: 0.003770112991333