স্বামীর সাথে অভিমানে শিক্ষিকার আত্মহত্যা | স্কুল নিউজ

স্বামীর সাথে অভিমানে শিক্ষিকার আত্মহত্যা

পিরোজপুরের কাউখালীতে সমাধি তৈরি করা নিয়ে স্বামীর সাথে অভিমান করে স্কু্লেএক শিক্ষিকা বিষপানে আত্মহত্যা করেছেন।

পিরোজপুরের কাউখালীতে সমাধি  তৈরি করা নিয়ে স্বামীর সাথে অভিমান করে স্কু্লশিক্ষিকা বিষপানে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, গত শনিবার উপজেলার উজিয়ালখান গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরলাল সিকদারের স্ত্রী অবসর প্রাপ্ত স্কুল শিক্ষিকা আশালতার (৬৭) সাথে একটি পারিবারিক সমাধি (মঠ) নির্মাণ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্ত্রী স্বামীর ওপর অভিমান করে কীটনাশক পান করেন স্ত্রী।

প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী হাসপাতালে ভর্তি করে। পরে  অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান এ অসবরপ্রাপ্ত শিক্ষিকা।