সড়কে চলাচলে অভয়নগরে শিক্ষার্থীদের সচেতনামূলক সমাবেশ | স্কুল নিউজ

সড়কে চলাচলে অভয়নগরে শিক্ষার্থীদের সচেতনামূলক সমাবেশ

যশোরের অভয়নগরে সড়কে চলাচলে শিক্ষার্থীদের সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোরের অভয়নগরে সড়কে চলাচলে শিক্ষার্থীদের সচেতনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সড়কে চলাচলে অভয়নগরে শিক্ষার্থীদের সচেতনামূলক সমাবেশ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা ওমর ফারুক, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ রবিউল ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সদস্য আজিজুর রহমান, শিক্ষার্থী সাজিদ আহমেদ, মোস্তাক আহমেদ প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীদের সড়কে চলাচলে ট্রাফিক আইন সম্পর্কে ব্যাপক ধারণা দেয়া হয় এবং তা মেনে চলতে পরামর্শ দেয়া হয়।