সড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের প্রতিবাদ

সড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের প্রতিবাদ

সরকারি চাকরিতে কোটা (৯ম-১৩তম গ্রেড) বাতিলের দাবিতে রংপুর নগরীর মর্ডান মোড় অবরোধ করে প্রতিবাদ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটা (৯ম-১৩তম গ্রেড) বাতিলের দাবিতে রংপুর নগরীর মর্ডান মোড় অবরোধ করে প্রতিবাদ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। 

 বুধবার (১০জুলাই)  শিক্ষার্থীদের আন্দোলনের ফলে বন্ধ হয়ে পড়ে এই রুটের যান চলাচল। এ সময় ফাঁকা সড়কে ক্রিকেট খেলায় মেতে ওঠেন আন্দোলনকারী। 

সড়ক অবরোধ করে বেরোবি শিক্ষার্থীদের প্রতিবাদ


এ সময় আহসান হাবিব নামে এক শিক্ষার্থী বলেন, রাজপথে আমাদের এই ক্রিকেট খেলার জায়গা না কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি, এই আন্দোলনে যতোদিন না ফল আসবে ততোদিন চালিয়ে যাবো। আমরা বারবার টালবাহানা দেখতে চাই না।

আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা চাই, এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারি চাকরিতে বৈষম্যহীন কোটা ব্যবস্থা আসুক। 

তিনি আরো বলেন, আমাদের এই সময় পড়ার টেবিলে থাকার কথা ছিলো। কিন্তু বর্তমানে কোটা সিস্টেমের জন্য সড়কে এসে আন্দোলন করতে হচ্ছে। দেশের এই বৈষম্য বাতিল করার জন্য আমরা রাজপথে নেমেছি। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।