সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ দু'জন গুরুতর আহত

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ দু'জন গুরুতর আহত

মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ (২৮)সহ উপজেলা ছাত্রলীগের দুই নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ (২৮)সহ উপজেলা ছাত্রলীগের দুই নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের এই নেতা মাগুরা শহর থেকে নিজ বাড়ি শ্রীপুরের উদ্দেশ্যে সাদা রঙের প্রাইভেটকার যোগে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারটি সদর উপজেলার আঠার খাদা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে স্বজরে ধাক্কা খায়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদ ও তার সহযোগী সাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।