সড়ক দুর্ঘটনায় সিলেটের এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত - দৈনিকশিক্ষা

সড়ক দুর্ঘটনায় সিলেটের এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত

সিলেট প্রতিনিধি |

সড়ক দুর্ঘটনায় সিলেটের এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত ও ২ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে টিলাগড় পয়েন্টের কাছে স্পিটব্রেকার ক্রসিংয়ের সময় বেপোরোয়া গতিতে প্রাইভেটকার চালালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা গতকাল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

দুর্ঘটনায় নিহত নয়ন ও আরিফ : ছবি সংগৃহীত

নিহত দুই শিক্ষার্থী হলো সিলেটের ইসলামপুরের চামেলীবাগ আবাসিক এলাকার ইরেশ দাসের ছেলে নয়ন দাস। অপরজন আরিফুল ইসলাম রুবেলও। তারা দুজনে একই এলাকার বাসিন্দা ও এমসি কলেজের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। অপরদিকে কারের ড্রাইভার মাহের, মেহরাব বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, ফাঁকা রাস্তায় স্পিডে প্রাইভেট কার চালাচ্ছিল ড্রাইভার মাহের। রাত ১১টার দিকে টিলাগড় পয়েন্টের কাছে স্পিডব্রেকার ক্রসিংয়ের সময় বেপোরোয়া গতির কারণে প্রাইভেট কারটি উল্টে যায়। এতে কারের ভেতরের থাকা চার বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত আরিফুল ইসলাম রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকায় পাঠানো হয়। গতকাল বিকালে রুবেল মারা গেছে বলে জানায় তার সহপাঠীরা। দুই শিক্ষার্থীর মৃত্যুর এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ জানান, দু’জনের মৃত্যুর খবর তিনি শুনেছি।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘটনার পর পুলিশ প্রাইভেট কারটি উদ্ধার করেছে। নিহত নয়নের মরদেহের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নয়নের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চামেলীবাগ তার নিজ বাড়িতে এ শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, এদিকে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে গতকাল বিক্ষোভ করেছে এমসি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা টায়ার আগুন লাগিয়ে ক্ষোভ প্রকাশ করে। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052621364593506