সড়ক সংস্কারের দাবিতে মুগদায় আন্দোলনে স্কুল শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

সড়ক সংস্কারের দাবিতে মুগদায় আন্দোলনে স্কুল শিক্ষার্থীরা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

রাজধানীর মুগদায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের একটি সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে স্কুলটির শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে স্কুলটির শিক্ষার্থীরা সড়কে নেমে এসে আন্দোলন করতে থাকে। এ সময় তারা ‘আমি কে, তুমি কে, ভুক্তভোগী, ভুক্তভোগী’ স্লোগান দিতে থাকে। 

একপর্যায়ে যান চলাচল আটকে দিয়ে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা। তাদের দাবি একটাই, সড়কটি সংস্কার না করা পর্যন্ত তারা স্কুলে ফিরবে না।

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সড়কটির দুপাশে দেখা দেয় তীব্র যানজট। একপর্যায়ে অধ্যক্ষ রাস্তায় নেমে শিক্ষার্থীদের শান্ত করেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।  

এ বিষয়ে স্কুলটির সপ্তম শ্রেণির ছাত্র অয়ন শাহরিয়ার বলেন, আমাদের এই এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। যার ফলে স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হয়। এই সমস্যার কারণেই আমরা আজ রাস্তায় নেমেছি, যাতে রাস্তাটি সংস্কার কাজ হয়। আমাদের দাবি একটাই যতক্ষণ না রাস্তা ঠিক হয় ততক্ষণ আমরা স্কুলে যাব না।

আরেক শিক্ষার্থী বলেন, আমি দুবছর ধরে এই স্কুলে পড়াশোনা করছি। আর দুবছর ধরেই ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমদের দাবি এই রাস্তা সংস্কার করতে হবে।

স্থানীয়রা জানিয়েছে, বহু বছর ধরেই মুগদা মেডিক্যাল এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঝখানের এই সড়কটি কোনো সংস্কার হয় না। সংস্কারের নামে সড়কের ওপরে যত্রতত্র ইট ফেলায় যাত্রা পথে দুর্ভোগ আরও বেড়েছে শিক্ষার্থীদের। অল্প বৃষ্টি হলেই সেখানে পানি জমে থাকে। রাস্তায় অসংখ্য গর্ত। অনেক সময় গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটে সেখানে। গত কয়েকদিন ধরে সেখানে হাঁটুপানি।

শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা বেতন ও বিবেকের স্বাধীনতায় পিছিয়ে বাংলাদেশের শিক্ষকরা - dainik shiksha বেতন ও বিবেকের স্বাধীনতায় পিছিয়ে বাংলাদেশের শিক্ষকরা জাতীয়করণসহ শিক্ষকদের ১০ দাবি - dainik shiksha জাতীয়করণসহ শিক্ষকদের ১০ দাবি দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা: ফখরুল - dainik shiksha দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা: ফখরুল কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা বাতিল করে নতুন প্রজ্ঞাপন দাবি - dainik shiksha কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা বাতিল করে নতুন প্রজ্ঞাপন দাবি তরুণ প্রজন্ম অপরাজনীতিতে লিপ্ত: শিক্ষা উপদেষ্টা - dainik shiksha তরুণ প্রজন্ম অপরাজনীতিতে লিপ্ত: শিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0063309669494629