১০ম গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত - Dainikshiksha

১০ম গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |

১০ জাতীয় গণিত অলিম্পিয়াডের স্নাতক পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা শনিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে বুয়েট ক্যম্পাসে এ প্রতিযোগিত আয়োজন করা হয়। সকাল ৯টায়, বেলুন ও পতাকা উত্তোলনের মাধ্যমে চুড়ান্ত পর্বের উদ্বোধন করেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. মোঃ রফিক উল্লাহ। এরপর গণিত অলিম্পিয়াড উপলক্ষে আযোজিত র‌্যালি বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতিযোগীতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারাদেশের ৮টি অঞ্চলের বিজয়ী ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো: নিরব হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্থ সূত্র ধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিল ইবনে কামাল, বুয়েটের সাদমান সাকিব, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মো. সাইয়্যাদোজ্জামান সাঈদ, বুয়েটের শামিম সাদমান সাহেদ, বুয়েটের মো. সাব্বির রহমান, কুয়েটের নাজিম উদ্দীন, বুয়েটের মুনজারিন রিজা এবং ব্রাক ইউনিভার্সিটির সাদাত হোসাইন।  

পরে দুপুর আড়াইটায় পুরকৌশল ভবনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে পুরষ্কার প্রদান করেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. মো. রফিক উল্লাহ। অনুষ্ঠানে চূড়ান্ত পর্বে ১০ বিজয়ীর প্রত্যেককে সার্টিফিকেট, ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া বিজয়ীদের প্রত্যেককে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে ১০ হাজার টাকা এবং বাংলাদেশ গণিত সমিতির সৌজন্যে শ্রেষ্ঠ ৩ বিজয়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা আর্থিক পুরষ্কার দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেন দেশবরেণ্য গণিতজ্ঞরা।

প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. মো. রফিক উল্লাহ আগত সকলকে স্বাগত জানিয়ে বিজয়ীদের অভিনন্দন জানান। এসময় তিনি প্রতিযোগীতার আয়েজন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও অলিম্পিয়াড আয়োজনে বাংলাদেশ গণিত সমিতির পাশে থেকে সর্বাত্মক সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, সম্পাদক অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাষ্টি এম নুরুল আলম, চূড়ান্ত পর্বের আহবায়ক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন প্রমুখ। 

স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0068271160125732