১১ বছর পর অধ্যক্ষ পেল বাউফল সরকারি কলেজ - দৈনিকশিক্ষা

১১ বছর পর অধ্যক্ষ পেল বাউফল সরকারি কলেজ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি |

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক রফিকুল ইসলাম। শনিবার (২৫ জানুয়ারি) দীর্ঘ ১১ বছর পর নতুন অধ্যক্ষ পেল কলেজটি। এর আগে পটুয়াখালী সরকারি কলেজে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম।

জানা যায়, ১৯৯৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৬ খ্রিষ্টাব্দের ১২ এপ্রিল সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠাকালে কলেজটির নাম ছিল বাউফল কলেজ। 

কলেজ সূত্রে জানা যায়, ২০০৬ খ্রিষ্টাব্দে বিএনপি শাসন আমলে দলীয় সমর্থনে অধ্যক্ষ হিসেবে যোগ দেন এ কলেজেই কর্মরত ভূগোল বিভাগের শিক্ষক আবদুল লতিফ। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ২০০৯ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলেজ থেকে বের করে দেয়া হয় তাকে। এ ঘটনায় আবদুল লতিফ মামলা করলেও তাকে আর কলেজে ঢুকতে দেয়া হয়নি।

পরবর্তী সময়ে কলেজের দায়িত্ব নেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও  কলেজের উপাধ্যক্ষ আবদুস ছাত্তার। তিনি ২০১২ খ্রিষ্টাব্দে অবসরে গেলে উপাধ্যক্ষ পদে নিয়োগ পান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম। পরে তিনিই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ খ্রিষ্টাব্দের ১২ এপ্রিল কলেজটি সরকারিকরণের পর সব শিক্ষক প্রভাষক হিসেবে নিয়োগ পান। সরকারিকৃত কলেজে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) দায়িত্ব পালনের সরকারিভাবে নির্দেশ থাকলেও তা আর মানা হয়নি। রফিকুল ইসলামই সেই দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম জানান, সব শিক্ষকের সম্মতিতেই তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

নতুন অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,‘আমার জানা মতে, এ কলেজটি অনেক ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমার বিশ্বাস আমার সহকর্মী শিক্ষক ও অভিভাবকসহ সব শ্রেণি পেশার মানুষের বুদ্ধি ও পরামর্শ নিয়ে ভালোভাবে কলেজটি পরিচালনা করতে পারবো।’

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0038719177246094