১৩ জুন থেকে রাবির সব অফিস খোলা

১৩ জুন থেকে রাবির সব অফিস খোলা

আগামী ১৩ জুন (রোববার) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব অফিস স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা থাকবে। এদিন থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ১৩ জুন (রোববার) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব অফিস স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা থাকবে। এদিন থেকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত পরিসরে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

জানা গেছে, আসন্ন পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি এবং ২০২০-২০২১ অর্থবছরের শেষ মাসের অপরিহার্য কার্য সম্পাদনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে,  ১৩ জুন থেকে সীমিত পরিসরে অফিস খুলতে অফিস প্রধানরা প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে, ডিউটি রোস্টার তৈরি করবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কাজ পরিচালনা করবেন।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন
.