১৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের বাইরে, শিক্ষক স্বল্পতার শঙ্কা | মাদরাসা নিউজ

১৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের বাইরে, শিক্ষক স্বল্পতার শঙ্কা

বেসরকারি পর্যায়ে নিম্ন-মাধ্যমিক থেকে মাস্টার্স পাঠদানকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় ৩৭ হাজার। কিন্তু এবার ই-রেজিস্ট্রেশন করেছে মাত্র ২৪ হাজার ৬৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বেঁধে দেয়া সময়সীমা গত ৩০ অক্টোবর শেষ হওয়া পর দেখা যাচ্ছে, এখানো অন্তত

১৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের বাইরে, শিক্ষক স্বল্পতার শঙ্কা

১৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের বাইরে, শিক্ষক স্বল্পতার শঙ্কা

বেসরকারি পর্যায়ে নিম্ন-মাধ্যমিক থেকে মাস্টার্স পাঠদানকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় ৩৭ হাজার। কিন্তু এবার ই-রেজিস্ট্রেশন করেছে মাত্র ২৪ হাজার ৬৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বেঁধে দেয়া সময়সীমা গত ৩০ অক্টোবর শেষ হওয়া পর দেখা যাচ্ছে, এখানো অন্তত ১৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বাইরে রয়েছে। এসব  প্রতিষ্ঠান শিক্ষক স্বল্পতায় ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন: ই-রিকুইজিশনের নির্দেশিকা প্রকাশ এনটিআরসিএর

এমপিও-ননএপিও নির্বিশেষে বেসরকারি প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে (প্রভাষক, সহকারি শিক্ষক ইত্যাদি) শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও চূড়ান্ত সুপারিশের দায়িত্বপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান এনটিআরসিএ। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল সূত্র দৈনিক  আমাদের বার্তাকে জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যপদের তথ্য এনটিআরসিএকে জানানোর প্রথম ধাপ ই-রেজিস্ট্রেশন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করেনি তারা শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের চাহিদাও (ই-রিকুজিশন) দিতে পারবে না। ফলে ১৩ হাজার প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত হলেও কর্তৃপক্ষের কিছুই করণীয় থাকবে না। 

কিন্তু এতো বিপুল সংখ্যক প্রতিষ্ঠান কেন ই-রেজিস্ট্রেশনের বাইরে থাকলো তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। 

এদিকে এনটিআরসিএর ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্যপদে শিক্ষক সুপারিশের লক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা সংগ্রহের কার্যক্রম ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে। আগামী তিন বছরের অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর থেকে ২০২৭ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ চলবে। অনলাইনে চাহিদা ফি জমা দেয়ার যাবে ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

এর আগে গত ২২ সেপ্টেম্বর এনটিআরসিএর ওয়েবসাইটে ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।