১৫ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ | স্কুল নিউজ

১৫ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ

আগামী ১৫ ডিসেম্বর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ১৫ ডিসেম্বর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর বার্ষিক পরীক্ষা ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। গত ৬ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে বেতন অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রাণালয়। যদিও আগামী ১৩ নভেম্বরের মধ্যে প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনের দাবি বাস্তবায়ন না হলে প্রাথমিক সমাপনী ও বার্ষিক পরীক্ষা বর্জন করবেন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা। 

শিক্ষকদের এ ঘোষণার প্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণে বিকল্প প্রস্তুতি নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা পরীক্ষা বর্জন করলে বিকল্প হিসেবে হাইস্কুল ও মাদরাসা শিক্ষকদের দ্বারা পরীক্ষা পরিচালনা করা হবে। গত ৫ নভেম্বর বিকল্প প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়। 

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা বৃহস্পতিবার রাতে দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে বেতন আমরা মানি না। আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ সমাপনী ও বার্ষিক পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল আছি। তবে, আগামীকাল শুক্রবার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে বসবো। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।