১৬তম শিক্ষক নিবন্ধনের ফল পুনর্নিরীক্ষার দাবি - দৈনিকশিক্ষা

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল পুনর্নিরীক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক |

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার দাবিতে মানবন্ধন করেছেন চূড়ান্তভাবে উত্তীর্ণ না হওয়া প্রার্থীরা। তাদের অভিযোগ, কাগজপত্র ঠিক থাকা এবং মৌখিক পরীক্ষায় ভালো করার পরও তাদের ফেল করানো হয়েছে। তাই ফল পুনর্নিরীক্ষার দাবি জানিয়েছেন তারা। 

রোববার (২৪ অক্টোবর) দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশতাধিক ফেল করা প্রার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মৌখিক পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার দাবিতে এনটিআরসিএ'র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে ফল না পাওয়া প্রার্থীরা, করোনা ও নানা সমস্যার কারণে আমাদের ১৬তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফল পেতে দীর্ঘ আড়াই বছর অপেক্ষা করতে হয়েছে। লিখিত পরীক্ষায় ১ লাখ ৫৪ হাজারের প্রার্থী অংশগ্রহণ করলেও মাত্র ২০ হাজার ১৩১ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পাস ফেলের বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা তখন বলেছিলেন, আমরা নিখুঁতভাবে রেজাল্ট প্রকাশ করার জন্য সময় নিচ্ছি, কাউকে এই বছর হতাশ করব না। অথচ ফল প্রকাশের পর দেখা গেল প্রায় ২ হাজার প্রার্থী ফেল করেছে। এতে আমাদের শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙে গেছে। বয়স শেষ হওয়ার কারণে এটাই ছিল অনেকের শেষ ভাইবা ও শেষ ভরসা।

প্রার্থীরা আরও বলেন, আমাদের কাগজপত্র সবকিছুই ঠিক ছিল। ভাইভাও ভালো হয়েছে।  তাহলে আমাদের কেন ফেল করানো হয়েছে, প্রশ্ন তোলেন তারা। তারা বলেন, বিভিন্ন বোর্ডের রেজাল্টে আকাশ-পাতাল ব্যবধান দেখেছি। কোনো বোর্ডে ৩২ জনের মধ্যে ফেল করেছে ১৫ জন, আবার কোনো বোর্ডে শতভাগ পাস করেছে এটা আসলে মেনে নেওয়া যায় না। সবকিছু বিবেচনায় অবিলম্বে আমাদের সকলের মৌখিক পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার দাবি জানাচ্ছি।

নিবন্ধন পরীক্ষা দিয়ে ফেল করা প্রার্থী মো. টনি উজ্জামান বলেন, আমার সার্টিফিকেট দুটিতে ফার্স্ট ক্লাস, একটিতে সেকেন্ড ক্লাস। এছাড়া আমার ভোটার আইডি কার্ডে কোনো ধরনের সমস্যা নেই, আমার ভাইভা পরীক্ষাও ভালো হয়েছে। তারপরও আমাকে কেন ফেল করানো হলো। এর সুষ্ঠু তদন্ত স্বরুপ রেজাল্ট পুনর্নিরীক্ষার দাবি জানাচ্ছি।

ছবি : সংগৃহীত

ফল না পাওয়া অপর প্রার্থী মো. মাহবুবুল আলম রাসেল বলেন, আমার সমস্ত কাগজপত্র ঠিক, ভাইভাতে ৫ টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর দিতে পেরেছি। তারপরও আমাকে কেন ফেল করানো হলো জানিনা। আমার বয়স শেষ পর্যায়ে। এটাই আমার শেষ ভাইবা। আমি রেজাল্ট পুনর্নিরীক্ষার দাবি জানাচ্ছি।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0060150623321533