১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা স্থগিত হচ্ছে | কলেজ নিউজ

১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা স্থগিত হচ্ছে

১৬ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা চলছে। তবে, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা স্থগিত করা হচ্ছে। শনিবার (৩ এপ্রিল) দৈনিক শিক্ষা ডটকম এর পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে এনটিআরসিএর এক কর্মকর্তা এ তথ্য

১৬ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা চলছে। তবে, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা স্থগিত করা হচ্ছে। 

শনিবার (৩ এপ্রিল) দৈনিক শিক্ষা ডটকম এর পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে এনটিআরসিএর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, লকডাউন ঘোষণা করায় শিক্ষক নিবন্ধনের ভাইভা স্থগিত করা হবে। কবে থেকে পরীক্ষা স্থগিত হবে তা নিয়ে একটি সভা কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে। সভায় সুস্পষ্ট সিদ্ধান্ত আসবে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, আগামী সোমবার থেকে সারাদেশে লকডাউন করা হচ্ছে। যা এক সপ্তাহের জন্য বহাল থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।