১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড শুরু রোববার | শিক্ষক নিবন্ধন নিউজ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড শুরু রোববার

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড আগামী রোববার (১৬ এপ্রিল) রাত আটটা থেকে শুরু হচ্ছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। ওই অ্যাডমিট কার্ড প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড আগামী রোববার (১৬ এপ্রিল) রাত আটটা থেকে শুরু হচ্ছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। ওই অ্যাডমিট কার্ড প্রিন্ট করে পরীক্ষায় অংশ নিতে হবে।

গতকাল বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তি অ্যাডমিট ডাউনলোড শুরুর তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারীর অনুকূলে আপলোড করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল রাত ৮টায় থেকে এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd বা http://ntrca.teletalk.com.bd) প্রবেশ করে প্রার্থীরা তাদের স্ব-স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে। ৫ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৬ মে (শনিবার) কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ দশমিক ৮৯ শতাংশ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষা ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা লিখিত পরীক্ষার অংশ নেয়ার জন্য নির্বাচিত হয়েছেন। স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন, স্কুল পর্যায়-২ এ ১৫ হাজার ৩৭৯ জন  এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড শুরু রোববার

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE   করতে ক্লিক করুন।