৩৮ দিন পরে উদ্ধার হলো রাজশাহী থেকে অপহৃত স্কুলছাত্রী। এসময় তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে একই দিন ভোরে সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে র্যাব।
এই ঘটনায় আটককৃতরা হলেন, বিশাল আলী (১৯), মোছা. মারুফা বেগম (৪০) মাসুদ রানা (৪৫)।
র্যাব-৫ জানায়, বিশাল আলী বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করত। গত ২৭ জুন স্কুলের উদ্দেশে বের হয় ওই ছাত্রী। পরবর্তীতে বাড়ি ফিরে না আসলে ভিকটিম’র বাবা ১৩ জুলাই মতিহার থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামিরা স-পরিবারে গা ঢাকা দেয়। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে মামলার বাদিকে ভয়ভিতি দেখিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়া হয়।
পরবর্তীতে গত ৪ আগস্ট ভিকটিম এর বাবা র্যাব-৫ এ অভিযোগ নিয়ে আসলে র্যাব ছায়া তদন্ত শুরু করে ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে করে।